সূর্যোদয় খুলনা
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল ৮ ইসলামী দল

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল আট ইসলামী দল

 সূর্যোদয় খুলনা ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছেন আট ইসলামী দলের শীর্ষ নেতারা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে পৌঁছায়।

প্রতিনিধিদলে আরও ছিলেন—জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)-এর সেক্রেটারি মুহা. নিজামুল হকসহ আট ইসলামী দলের অন্য শীর্ষ নেতারা।

এর আগে, পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার উদ্দেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন এলাকায় জড়ো হন জামায়াতসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা। বেলা ১১টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে পুরানা পল্টনে সমবেত হন তারা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর ১২টা ৫ মিনিটে যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু হয়।

তবে দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয়। পরে প্রতিনিধি পর্যায়ের নেতারা যমুনায় পৌঁছে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন।

আট ইসলামী দলের যুগপৎ আন্দোলন ঘিরে রাজধানীর শাহবাগ, কাকরাইল, পল্টনসহ প্রধান উপদেষ্টার বাসভবনের আশপাশ এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়।

জামায়াত ছাড়া অংশগ্রহণকারী অন্যান্য দলগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

পাঁচ দফা দাবির মূল বিষয়গুলো:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নভেম্বরে গণভোট আয়োজন।
২. জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. পূর্ববর্তী সরকারের সময়ের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে সরকারকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, “আমাদের দাবি স্পষ্ট—গণভোট নির্বাচনের আগেই এবং পৃথক দিবসে অনুষ্ঠিত হতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

7

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা প্রধান উপদেষ্টাকে স্মারকল

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

12

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20