গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী এনামুল মোল্লা অস্ত্র ও সহযোগীসহ আটক
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর-৩ আসনে বিএনপির স্বতন্ত্র এমপি প্রার্থী, সৌদি আরব বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা এনামুল মোল্লাকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, এনামুল মোল্লা তাঁর সাতজন সহযোগীসহ একটি পানির ট্যাঙ্কের ভেতরে লুকিয়ে ছিলেন। যৌথ বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় অভিযান চালিয়ে তাদের সেখান থেকে বের করে আনেন। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর এক সদস্য জানান, এনামুল মোল্লা গাজীপুর-৩ আসনে বিএনপির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন নাশকতার পরিকল্পনা ও অস্ত্র মজুদের অভিযোগ পাওয়া যায়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।